নতুন বছরে নতুন অফার, সকল অফলাইন ব্যাচে থাকছে ৬০% পর্যন্ত, আর অনলাইনে ৭০% পর্যন্ত ছাড়।। বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 100 )

Editorial
Indigenous women and girls need protection
আদিবাসী নারী ও বালিকাদের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
Free the administration of prejudice
প্রশাসনের উচিত পূর্বসংস্কার থেকে মুক্ত থাকা।
Despite the government’s pledge to adopt a zero tolerance for violence against women and children, there has not been significant progress in the ground realities.
সরকার নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কোন রকম ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি সত্ত্বেও মাঠ পর্যায়ে এর তেমন উল্লেখযোগ্য উন্নতি দেখা যাচ্ছে না।
Indigenous women and girls, particularly, are vulnerable because of prejudice in the administration.
প্রশাসনের পূর্বসংস্কারের কারণে বিশেষকরে আদিবাসী নারী ও বালিকারা ভুক্তভোগী ।
These were some of the findings revealed at a recent seminar.
সম্প্রতি একটি সেমিনারে এই বিষয়ে কিছু ফলাফল প্রকাশ করা হয়েছে।
According to Bangladesh Indigenous Women’s Network, violence against indigenous women and children increased twofold between 2013 and 2014.
বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের তথ্যমতে, আদিবাসী নারী ও বালিকাদের প্রতি সহিংসতা ২০১৩ সালের চেয়ে ২০১৪ সালে দ্বিগুন হয়েছে।
This includes rape, abduction and murder.
সহিংসতাগুলোর মধ্যে ধর্ষণ , অপরহরণ এবং হত্যা উল্লেখযোগ্য।
The recent plight of a Garo woman having to go from one police station to another to file her case of being gang-raped is an example of how state agencies show bias in the way they treat victims from these communities.
একজন গারো নারী যিনি দলীয় ধর্ষণ শিকার হয়েছিলেন তাঁকে কেস করতে এক পুলিশ স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরতে হয়েছে সাম্প্রতিক এই দুর্দশার চিত্র একটি উদাহরণকে প্রকাশ করে যে একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে পক্ষপাতিত্ব করে অন্য সম্প্রদায়ের ভুক্তভোগীকে সেবাদানে।
The unresolved case of Kalpana Chakma who was abducted 19 years ago from the CHT region is an indication of how far back this discrimination can be traced to.
কল্পনা চাকমা যিনি ১৯ বছর আগে চট্টগ্রামের পাহাড়ী অঞ্চল থেকে অপহরণ হয়েছিলেন তাঁর এই অমীমাংসিত কেস নির্দেশ করে সম্প্রতি অতীত হওয়া বৈষম্যগুলো খুঁজে বাহির করা প্রয়োজন।
Despite various government initiatives to combat violence against women, the lack of coordination among the government’s helpline service, victim support centre and one stop crisis centre, makes it challenging for victims to get the medical and legal help they need.
নারী সংহিসতা বিরুদ্ধে সংগ্রাম করার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ থাকে সত্ত্বেও সরকারি হেল্প লাইন, ভিকটিম সাপোর্ট সেন্টার এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মধ্যে সম্বনয়হীনতার কারণে দুর্গতরা স্বাস্থ্যগত ও আইনী সহায়তা পেতে বেগ পেতে হচ্ছে।
For indigenous women, who often face hostile treatment from law enforcement agencies, it is even more difficult.
আদিবাসী নারীদের যারা প্রায়ই আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীদের কাছ েথেকে প্রতিকুল সেবা পায় ,তাঁদের এগুলো পাওয়া সত্যিই অনেক কঠিন ব্যাপার।
Thus many cases remain unreported.
এইভাবে অনেক কেস অপ্রকাশিত থেকে যায়।
Perpetrators of such violence invariably enjoy impunity due to their ability to influence the legal system, resulting in such crimes going on unabated.
এইসব সহিংসতার দুষ্কৃতীকারীরা নিজেদের আইনী ব্যবস্থায় প্রভাব খাটিয়ে অপরিবর্তনীয়ভাবে অব্যাহতির আনন্দ ভোগ করে ফলে এই ধরণের অপরাধ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।
The obvious first step is to make sure that the police stations and support centres work in unison so that victims of such reprehensible crimes can get immediate medical attention, file their cases and ultimately get justice.
এটা স্পষ্ট যে প্রথম পদক্ষেপ হিসেবে পুলিশ ও সাপোর্ট সেন্টারগুলোর এক হয়ে কাজ করা নিশ্চিত করতে হবে যাতে এই ধরণের নিন্দনীয় অপরাধের শিকার মানুষগুলো তাত্ক্ষণিক স্বাস্থ্যগত সেবা পায় , কেস নথিভুক্তকরণ করতে হবে এবং পরিশেষে বিচার পায়।
The government must also ensure, in all tiers of the administrative system, that there is no prejudicial treatment of indigenous victims which is contradictory and unacceptable to our democratic values.
সরকারের অবশ্যই আরো নিশ্চিত করতে হবে যে প্রশাসনিক ব্যবস্থার সকল স্তরে আদিবাসী ভুক্তভোগীদের জন্য কোন প্রকার অনিষ্টকর সেবা প্রদান না করা যেটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধে অসঙ্গত এবং অগ্রহণযোগ্য।

 

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 100 )"

Leave a Message

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2023. All Right Reserved