
“লেনদেন” এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 58
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 58
571. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন সাধনকারী ঘটলে তাকে বলা হয়-
- লেনদেন
- আর্থিক লেনদেন
- কারবারি লেনদেন
- লেনদেনের প্রকৃতি
572. কোনটি লেনদেন নয়?
- পণ্য ক্রয় ১০০ টাকা
- পণ্য বিক্রয় ২০০ টাকা
- ধারে ক্রয় ৩০০ টাকা
- পণ্য সরবরাহের ফরমায়েশ ৪০০ টাকা
573. লেনদেন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক?
- এটি অর্থের অংকের পরিমাপযোগ্য
- এটি আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
- সুবিধা আদান-প্রদান হতে পারে বা নাও পারে
- এটিতে দুইয়ের অধিক পক্ষ জড়িত থাকবে
574. ব্যবসায়িক কার্যক্রম ও লেনদেন-
- একই অর্থবোধক নয়
- একই অর্থবোধক
- একটি অপরটির পরিপূরক
- কোনটিই নয়
575. ব্যবসায়িক লেনদেনের দলিল কোনটি?
- চালান
- বিল
- ক্যাশমেমো
- উপরের সবগুলো
576. গ্রহণ ও প্রদান লেনদেন শব্দটির অর্থ –
- মূল অর্থ
- আভিধানগত
- সাধারণ
- আর্থিক অর্থ
577. মি. করিম থেকে ১,০০০ টাকার মাল ক্রয়|মি. রহিমের নিকট বিক্রয় ২,০০০ টাকা,এ জাতীয় লেনদেনে উৎস দলিল হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
- ভাউচার
- চালান
- ক্যাশমেমো
- ডেবিট নোট ও ক্রেডিট নোট
578. কোনটি ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ?
- ব্যবসায় পরিচালনা
- প্রকৃত আর্থিক অবস্থা নিষ্পন্ন
- ব্যবসায়ের লাভ-লোকসান নিরূপণ
- উপরের সবগুলো
A,B,C
579. একটি ক্যাশমেমোতে কয়টি ঘর থাকে?
- ৪টি
- ৫টি
- ৬টি
- ৭টি
580. ডেবিট ও ক্রেডিট ভাউচারে অবশ্যই ______ প্রদান করতে হয়।
- নোট খসড়া
- নোট বই
- ধারাবাহিক নম্বর
- ধারাবাহিক পৃষ্ঠা নম্বর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি কৃষি শিক্ষা
এসএসসি ইসলাম ধর্ম
এসএসসি উচ্চতর গণিত
0 responses on ""লেনদেন" এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন - 58"