Python Programming with Django Web Development Project - Offline
Python Programming with Django Web Development Project – Offline
Python Programming With Django Web Development Project – Offline Course :
বর্তমানে পাইথন একটি জনপ্রিয় কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথনে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। এ ছাড়া ফাংশনাল প্রোগ্রামিংও করা যায় পাইথন দিয়ে। এটি শেখার ক্ষেত্রে সহজ, ব্যবহার করা সহজ এবং এটি দ্রুত কার্যকর করা যায় । পাইথন স্ক্রিপ্টিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা বিশ্লেষণ, মেশিন লার্নিং, হ্যাকিং ইত্যাদি বিভিন্ন প্রযুক্তিগত দিকগুলিতে ব্যবহার করা হয়। কম্পিউটার বেসিক জানা থাকলেই এ কোর্সে অংশগ্রহন করতে পারবে।
Python Programming with Django Web Development Project Offline Course: পাইথন (Python)একটি অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। পাইথন একটি বহু-প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা (ফাংশন-ভিত্তিক, বস্তু-সংশ্লিষ্ট ও নির্দেশমূলক) এবং এটি একটি পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা যার স্বনিয়ন্ত্রিত মেমরি ব্যবস্থাপনা রয়েছে। পাইথন একটা খুব ডাইনামিক ল্যাংগুয়েজ। এছাড়া পাইথন ওপেন সোর্স। পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে চান, তাহলে খুবই সহজে কাজ করতে পরবেন। পাইথনের ওয়েব ফ্রেমওয়ার্ক বেশ কিছু আছে, সেগুলার মধেই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক খুবই পপুলার। বর্তমানে বহুল আলোচিত এবং ভবিষ্যৎ প্রযুক্তির ভিত্তি ডাটা সায়েন্স ও মেশিন লার্নিং, সর্বোপরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চাইলে পাইথন প্রোগ্রামিং হতে পারে নির্দ্বিধায় আপনার প্রথম পছন্দের প্ল্যাটফর্ম। আরো নির্দিষ্ট করে বলতে গেলে পাইথন এর উপর ভিত্তি করে- Tornado, Django, Flask ইত্যাদি ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে আপনি খুব সহজেই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারবেন। আবার ডেস্কটপ বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেইস সমৃদ্ধ সফটওয়্যার ডেভেলপমেন্ট, গেমস ডেভেলপমেন্ট করতে চাইলে আপনি এই প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আপনি তা করতে পারবেন। যে সকল বড় বড় প্রকল্পে পাইথন ব্যবহৃত হয়েছে তার মধ্যে জোপ অ্যাপ্লিকেশন সার্ভার, এমনেট ডিস্ট্রিবিউটেড ফাইল স্টোর, ইউটিউব এবং মূল বিটটরেন্ট ক্লায়েন্ট উল্লেখযোগ্য। যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য। বর্তমানে বিভিন্ন অনলাইল মার্কেট প্লেসে প্রচুর পরিমানে পাইথন প্রোগ্রামারদের চাহিদা রয়েছে। এছাড়াও পাইথন শিখে বিভিন্ন আইটি কোম্পানীতে ভাল বেতনে জব করার সুযোগ রয়েছে।
যারা পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কিছু করে পড়াশুনা চালিয়ে নিতে চান
কোর্সে কি কি শেখানো হবে ?
ওয়েব সাইট এবং ওয়েব অ্যাপ তৈরি
সার্ভার সাইড এবং ডাটাবেইজ ভিত্তিক দক্ষতা অর্জন
এইচটিএমএল ভিত্তিক মোবাইল অ্যাপ তৈরি
ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে প্রজেক্ট বিড
একজন বিলাসি ব্যাক ইন্ড ডেভেলপার হওয়া
Freelancing Marketplace
সম্পূর্ণ কোর্স কারিকুলাম দেখতে নিচে স্ক্রোল(Scroll) করুন।
কোর্স শুরুর পূর্বে যা প্রয়োজন
Complete Python Programming কোর্সটি শুরু করার পূর্বে অন্য কোন বিষয়ের উপর ধারনা থাকার প্রয়োজন নেই , তবে অবশ্যই কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় কিছুটা দক্ষ হতে হবে ।
Motherboard: Supports 32GB or more ram and SATA 3.0 and 2TB-4TB HD
Ram: 4GB
SSD: 256 GB
Hard Disk: 500GB/1TB
বিশেষ সুবিধা সমুহ
ইশিখনে ক্লাস নিচ্ছেন দেশের স্বনামধন্য সব শীর্ষ সফল ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাগণ।
ক্লাস শেষেও সরাসরি শিক্ষকের তত্ত্বাবধানে সাপোর্ট সহ ১+ ঘন্টা প্রাকটিস।
কোর্স শেষে লাইফ টাইম সাপোর্ট। যতদিন না আপনি কাজ পাচ্ছেন ততদিন এক্সপার্ট ফ্রিল্যান্সার দ্বারা তত্ত্বাবধান। মার্কেটপ্লেসে কাজ করতে বা কাজ পেতে কোন অসুবিধা হলে আমাদের এক্সপার্ট ফ্রিল্যান্সাররা সাহায্য করবে এবং ফলো আপে রাখবে যতদিন না কাজ পাবেন।
প্রতিটি ক্লাসের ক্লাসের রেকর্ডেড ভিডিও।
প্রতিটি ক্লাস শেষে রয়েছে উক্ত ক্লাসের উপর মডেল টেস্ট, কুইজ এসাইনমেন্ট এবং দ্রুত শিখার সব অত্যাধুনিক ফিচার।
কোর্স শেষ হওয়ার পরও রিভিউ/প্রবলেম সলভিং ক্লাসসমূহ।
কোর্স শেষে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সারসহ বিভিন্ন মার্কেটপ্লেসের উপর এক্সট্রা স্পেশাল ক্লাস।
আলহামদুলিল্লাহ হাসান মাহমুদ ভাই এর মতো একজন ইন্সট্রাক্টর পেয়ে আমি খুশি। ভাই খুবই হেল্পফুল।কোনো প্রবলেমে পড়লে ভাই পারসোনালি ও সময় দেন। web development with python(django) আসলে একটা সময় সাপেক্ষ একটা course। আপনাকে Daily 5/7 hours সময় দিতে হবে।
PYTH-Batch-F222-1
আলহামদুলিল্লাহ হাসান মাহমুদ ভাই এর মতো একজন ইন্সট্রাক্টর পেয়ে আমি খুশি। ভাই খুবই হেল্পফুল।কোনো প্রবলেমে পড়লে ভাই পারসোনালি ও সময় দেন। web development with python(django) আসলে একটা সময় সাপেক্ষ একটা course। আপনাকে Daily 5/7 hours সময় দিতে হবে।